
ইউনুস সরকারের পদত্যাগ দাবী সম্বলিত ব্যানার নিয়ে চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের জিইসি-দামপাড়া এলাকায় এই ঝটিকা মিছিল করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগ।
তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা না গেলেও ব্যানারের নীচে মিজানুর রহমান নাম উল্লেখ করা হয়।
মিছিলে অংশগ্রহণকারিরা জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, ইউনুসের গালে-গালে জুতা মার তালে তালে... ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।
এ সময় মিছিলে নেতৃত্বদানকারি একজন সবার সামনে থেকে বক্তব্য দিতে থাকেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষে এই রাজাকারদের আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবো।
তিনি আরো বলেন, বাংলাদেশকে আবার নতুন করে আমরা আজকে স্বাধীনতা ঘোষনা করছি। এই বাংলাদেশে ইউনুস সরকারের জায়গা হবে না।
এ প্রসঙ্গে জানতে মিছিলে নেতৃত্বদানকারি ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে, তিনি এই মুহুর্ত্বে কথা বলতে রাজি হননি।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ