চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির আন্দোলনে সংঘর্ষে আইনজীবী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। সকাল থেকে চট্টগ্রামের আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে মঙ্গলবার তার অনুসারীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। সে সংঘর্ষ নগরীর লালদিঘীর পাড় এবং আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে।
এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুন হন। এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার কর্মবিরতির ঘোষণা দিয়েছিল।
এদিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সিদ্ধান্তগুলো হলো-সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের জন্য দোয়া মাহফিলের আয়োজন, অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল, আগামী ১ ডিসেম্বর আইনজীবী দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল এবং সমিতির বার্ষিক ইনডোর গেইমস স্থগিত থাকবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক দৈনিক বায়ান্নকে বলেন, ‘বর্তমানে যে পরিস্থিতি তাতে আদালত পরিচালনা করার মতো পরিবেশ নেই। একজন আইনজীবীকে দিনদুপুরে খুন করা হয়েছে। আসামিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আইনজীবীরাও কাজে যেতে চাইছেন না।
বায়ান্ন/এসএ