ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

চট্রগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ-সমাবেশ

জামাল উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশের সময় : বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ০৬:৪৮:০০ অপরাহ্ন | জাতীয়

চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩ টায়  বিশ্ববিদ্যালয় জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মূসা, সম্পাদক মু মাহমুদুল হাসান, ইবি সমন্বয়ক এস এম সুইট, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ সংগঠনটির অন্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, ইসলামের সন্ত্রাসী জঙ্গি সংগঠন (ইসকন) আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। এই প্রকাশ্যে জবাই করার নীতি শুধুমাত্র জঙ্গিদেরই হতে পারে। তাই এই ইসকন কোন ধর্মীয় সংগঠন নই। যারা দিনে দুপুরে মানুষকে কুপিয়ে হত্যা করতে পারে তারা কখনো ধর্মীয় সংগঠন হতে পারেনা। এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করে হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জুলাই অভ্যুত্থানের অংশীদার। এই জুলাই অভ্যুত্থানে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামি তখন তাদেরককে সরাসরি মদদ দিয়ে আসছিলো এদেশের কিছু কুচক্রী মহল ও পার্শবর্তী রাষ্ট্র ভারত। অভ্যুত্থানের পরে শেখ 

হাসিনা যখন কোথাও আশ্রই পাচ্ছিলোনা তখন ভারত নামের একটি সন্ত্রাসী রাষ্ট্র তাকে আশ্রই দিয়ে এদেশের সকল ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান করেছে। ভেবেছিলাম অন্তর্র্বতীকালীন সরকার কঠোর হওয়ার পরে তারা থেমে যাবে। কিন্তু তাদের চক্রান্ত তারা এখনো থেমে যায়নি। 

তিনি আরো বলেন,  এই সন্ত্রাসী রাষ্ট্র ভারত তাদের ইসকন নামের একটি জঙ্গি সংগঠনকে বাংলাদেশের ছাত্র জনাতার বিপক্ষে লেলিয়ে দিয়ে এই হত্যা কান্ড চালিয়েছে এবং এদেশের বিরুদ্ধে নীল নকসা আকছে। তবে তাদের বলে দিতে চাই এই নীল নকসা কখনই সফল হতে দিবো না। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে যাবো। 

সংগঠনটির সভাপতি এইচ এম আবু মূসা বলেন, বাংলাদেশে বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে আমরা প্রতিহিত করেছি ঠিকই কিন্তু তাদের চক্রান্ত আজও থেমে নেই। তারা সুযোগ পেলেই কখনো আনসার লীগ, কখনো রিকশা লীগ হয়ে ফিরে আসে। 

তিনি আরো বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দুইটি দাবি রাখতে চাই। এক. এই ফ্যাসিবাদী সরকারের বিচার না হওয়া পর্যন্ত তারা যেন আর কোনো নির্বাচনে অংশগ্রহনের অধিকার না পাই। দুই. ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়। এইটা ভারতের প্রতিষ্ঠিত তাদের এজেন্ডা বাস্তবায়নকারী সন্ত্রাসী সংগঠন। এই জঙ্গি সংগঠন আমাদের ভাইকে দিনে দুপুরে হত্যা করেছে। এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় এনে শাস্তি  নিশ্চিত করতে হবে। 

 

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ