ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২শে মাঘ ১৪৩১

চান্দিনায় তারুণ্যের উৎসব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বাছাই উদ্বোধন

কাজী রাশেদ, চান্দিনা | প্রকাশের সময় : বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ০১:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর

কুমিল্লার চান্দিনায় উপজেলা ভিত্তিক তারুণ্যের উৎসব ২০২৫  উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ ১৭ এর বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এর উদ্বোধন করেন উক্ত খেলার সদস্য সচিব চান্দিনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম। এসময় অন্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক গৌতম কুমার দেব, সাংবাদিক কাজী রাশেদ, ফুটবলার গোলাম মোস্তফা, মোঃ মজিবুর রহমান, আবু নোমান কাউছার মানিক, মোঃ মোস্তাফিজুর রহমান জুয়েল এবং মোঃ আব্দুল বারেক। 

তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলায় চান্দিনা উপজেলার পৌরসভা ব্যতীত ১৩টি ইউনিয়নের অংশ গ্রহণকারী উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের বাড়েরা, মহিচাইল, এতবারপুর এবং নবাবপুর এ চারটি অঞ্চলে বালক এবং বালিকা খেলোয়াদের পৃথকভাবে  ভাগ করা হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) বালক- বালিকাদের ফাইনাল খেলার পর বিজয়ী একটি করে দল জেলা পর্যায়ে অংশ নিবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বাড়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম,বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেজাউল করিম, মহিচাইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ