ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

চান্দিনায় “রিলাইফ ডায়াগস্টিক এন্ড কনসালটেশন সেন্টার” উদ্বোধন

কাজী রাশেদ, চান্দিনা | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ১২:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

কুমিল্লার চান্দিনায় আধুনিক সেবা এবং অসহায় গরীব রোগীর বিশেষ ছাড় দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উদ্বোধন করা হলো “রিলাইফ ডায়াগস্টিক এন্ড কনসালটেশন সেন্টার”। 

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে চান্দিনা উপজেলা সড়কে একটি ভবনে এর উদ্বোধন করা হয়। পরীক্ষা নিরীক্ষায় ৩০ শতাংশ ছাড় দিয়ে রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর ব্রত নিয়ে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের উদ্যোগে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেন। উদ্বোধনের দিনে প্রায় অর্ধশত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মরত কয়েকজন চিকিৎসক।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাঃ রিফাত ইসতিয়াকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা কালচারার অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার বশির, এড. মহসীন ভুঁইয়া, সাংবাদিক কাজী রাশেদ, সাংবাদিক রনবীর ঘোষ কিংকর, সাংবাদিক মাসুমুর রহমান মাসুদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শুধাংশ নন্দী।

প্রতিষ্ঠানের পরিচালক দুলাল দেব নাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিলটন ভাওয়াল। এসময় উপস্থিত ছিলেন ডাঃ ইমতিয়াজ আহমেদ, ডাঃ নয়ন কুমার মল্লিক, ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, ডাঃ ফাহমিদা আক্তার মুন্নী, ডাঃ ইউশা ইবনে বশির, ডাঃ রুতমিলা রহমান, পরিচালক নারায়ন দে, শ্যামল নাহা, নিমাই দেব নাথ, আশিষ দে প্রমূখ।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ