হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশের প্রথম প্রহরে, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমুরোড হাইস্কুল এন্ড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২১ ফেব্রæয়ারী) একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে প্রথমে ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন আমুরোড হাইস্কুল এন্ড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি তোফাজ্জল মহালদার, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবুল, দপ্তর সম্পাদক আমিনুর রশিদ প্রমূখ।
পরে একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগ সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়নের নেতৃবৃন্দরা ও আমুরোড হাইস্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দরা।