ঢাকা, শুক্রবার ৪ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১

চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৯:৪৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
হবিগঞ্জের চুনারুঘাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। 
 
চুনারুঘাট উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন- মেজর শাহিন, চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল আলম মাহবুব, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, প্রণয় পাল, মানিক দেব, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমূখ। 
 
সভায় বক্তারা- চুনারুঘাটে আসন্ন দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর, সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিসের সেবা প্রদানে লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। 
 
চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন- ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাউৎসব শান্তিপূর্ণভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
 
মেজর শাহীন বলেন- দুর্গাপূজায় চুনারুঘাটের সার্বিক নিরাপত্তা দিতে সেনাবাহিনী প্রস্তুত। আগামী ৬ অক্টোবর থেকে চুনারুঘাটে পুনরায় ক্যাম্প স্থাপনসহ টহল বৃদ্ধি করা হবে।