ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

ছাতারকান্দির ঘোষবাড়ীতে শারদীয়া দুর্গা পূজার আয়োজন

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : বুধবার ৯ অক্টোবর ২০২৪ ১০:১৯:০০ অপরাহ্ন | ময়মনসিংহ

শীতের হালকা কুয়াশা ভেদী মৃদু আলোয় শিউলী ফুলের সুবাসিত ভোরে

শিশির ভেজা কাশফুলে সোনালী রোদের চিকচিকে শুভ্রতা ছড়ানো মূহুর্ত শরতের আগমনী

বার্তা বয়ে এনেছে। প্রকৃতি জানান দিয়েছে শারদীয়া দুর্গোৎসবের লগন এলো বুঝি।

এমন মহেন্দ্রক্ষণে উত্তর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ছাতারকান্দি

গ্রামের ঘোষ পাড়ার স্বর্গীয় সূর্য্যকান্ত ঘোষ মহাশয়ের বাড়ীতে প্রতি বছরের ন্যায়

এবারও শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এ বাড়ীর মেজো ছেলে সুভাষ ঘোষের

পৃষ্ঠপোষকতা ও তার স্ত্রী লিপি রাণী ঘোষের তত্ত্বাবধানে চলছে এ উৎসবের আয়োজন। ছোট

ছেলে সুকুমার ঘোষসহ অন্যরা সকল কাজে সহযোগিতা করছেন। বড় ছেলে শংকর কুমার

ঘোষ ও এ বাড়ীর আরেক ছেলে তপন কুমার ঘোষ যথাক্রমে পূজা কমিটির সভাপতি ও সাধারন

সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সার্বিক বিষয়ের দেখভাল করছেন। আগে এ পাড়ায়

চারটি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতো। এবার শুধু মাত্র একটি মন্ডপেই পূজা

চলছে। সভাপতি শংকর কুমার ঘোষ জানান, এ ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছরই

পূজার আয়োজন করা হবে। তবে তিনি সুন্দর পরিবেশে পূজা পরিচালনায় প্রশাসনসহ

সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।