শ্রমিক অসন্তোষের মুখে নানা অস্থিরতায় সম্মুখীন হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়া। প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অস্থিরতায় শিল্পের উৎপাদন ব্যাহত হলেও আজ থেকে শুরু হয়েছে পুরোদমে উৎপাদন।
চলতি সপ্তাহের প্রথম দিন থেকে ক্রমশ স্বাভাবিক হয়ে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি আজ সম্পূর্ণ স্বাভাবিক বলে জানা গেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পপুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। তবে সরকারি ছুটির দিন হওয়ায় এই অঞ্চলের বিভিন্ন খাতের বেশ কিছু কলকারখানা আজও বন্ধ রয়েছে।
শিল্পপুলিশ জানায়, ইতোমধ্যেই বলা চলে শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। গত দুই দিনও এই অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা চালু ছিল, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে ছুটির দিন হওয়ায় কিছু কারখানা আজ বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শিল্পপুলিশ-১ এর আওতাধীন মোট ১৮৬৩টি শিল্প কলকারখানা রয়েছে, যার মধ্যে ১৪০০ কল-কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে, বাকিগুলোতে সরকারি ছুটি হওয়ায় আজ কারখানা বন্ধ রয়েছে।