ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

জগন্নাথপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ নভেম্বর ২০২৩ ০১:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। ওই শিক্ষার্থীর নাম সাকিবা আক্তার তুবা (১৭)। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর মশাজান গ্রামের সায়ান মিয়ার মেয়ে।

এরআগে রোববার রাতে ওই ইউনিয়নের ইনাতগঞ্জ পূর্ব বাজারের একটি বাসা থেকে ওই কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সাকিবা ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিবা আক্তার পরিবারের সঙ্গে ইনাতগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি ভাড়া বাসা থাকতেন। গত রোববার সকালের নাস্তা করে ওই কলেজ শিক্ষার্থী তার নিজ কক্ষে চলে যায়। দীর্ঘক্ষণ সে আর ওই কক্ষ থেকে বের না হলে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দরজাটি বন্ধ পান।

পরে থানায় খবর দেওয়া হলে, পুলিশ দরজাটি ভেঙে তাঁর নিজ বিছানার উপরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ সোমবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।