সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামগ্রিক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় রাখতে হবে। তিনি বলেন, সরকার সারাদেশে শিক্ষা,যোগাযোগ,স্বাস্হ্য ও ক্রীড়া চচর্চাকে বেগমান রাখতে বিশেষ ভূমিকা রাখছে।
তিনি রোববার বিকেলে জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমির ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, বিশেষ অতিথিন হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, দপ্তর সম্পাদক এডঃ নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সদস্য শামীম আখঞ্জী, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রশিদ ভূঁইয়া সাধারণ ।সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাবেক সদস্য মোঃ আকমল খাঁন, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক আহমদ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ভুঁইয়া,সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমির মহাপরিচালক সৈয়দ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ মনির, কোষাধ্যক্ষ মোঃ বাদশা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ লিলু মিয়া,যুগ্ন-সাধারণ সম্পাদক রাজা জিম্মাদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল হক, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম পাঠলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম।যুবলীগ নেতা তুলন আহমদ। জাকির হোসেন রাসেল আহমেদ চৌধুরী।প্রমুখ খেলায় সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি ও সানজানা ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়।
ট্রাইবেকারে সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা পুরস্কার তুলে দেন। এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন এর সন্মানে প্রবাসী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ রউফ মিয়ার বাড়িতে মধাহ্নভোজে যোগদান করেন।