ঢাকা, বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ই কার্তিক ১৪৩১

জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ০১:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের সরকারি কেসি কলেজ অডিটরিয়ামে মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা তথ্য অফিসার এস. কে ইমাম মেহেদী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, কেসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ইউনুছ আলী। বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ, তারুন্য বান্ধব পরিবেশ, যথেষ্ঠ কর্মসংস্থান, শিক্ষার মানের উন্নয়নে দেশকে উন্নতির পথে এগিয়ে নেয়ার সব বিষয়ই পূরণ করছে সরকার। অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বায়ান্ন/এসএ