ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

জামালপুরে আওয়ামী লীগের ঈদ সামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধি। | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০২৩ ০৭:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১৫০০ জন অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 
 
সভাপতিত্ব করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। 
 
এসময় জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।