ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

জৈন্তাপুরে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রস্থাপন বিষয়ক মতবিনিময়

জৈন্তাপুর প্রতিনিধি | প্রকাশের সময় : সোমবার ৬ ডিসেম্বর ২০২১ ০২:২৫:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট কর্তৃক আয়োজিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি)‘র অধীনে উপজেলা পর্যায়ে ১০০টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সীমক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমদ।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারুক আহমেদ।

 

অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপনা করেন (বিএমইটি)‘র গবেষনা কর্মকর্তা সৈয়দ ফরহাদ আলী। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের উপজেলা পর্যায়ে বিদেশগামী যুবকদের দক্ষ জনশক্তি তৈরী করতে প্রশিক্ষণ গ্রহনের কোন বিকল্প নেই।

 

জৈন্তাপুর উপজেলায় একটি প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন সহ প্রশিক্ষণ সেন্টারে বিভিন্ন ভাষা শিক্ষার উপর দক্ষতা অর্জন করতে (বিএমইটি)-কে এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

এসময় আরোও উপস্থিত ছিলেন- সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইন্সটেক্টর মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল স্কুলের সুপার হেলাল আহমদ ও প্রবাসী জসিম উদ্দিন।

 

এছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন।