সিলেটের ১৯ বিজিবি’র জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের অভিযানে ২০ টি ছাগল জব্দ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সীমান্তের গোয়াবাড়ী ১২৮৪ আন্তজার্তিক পিলার এলাকার অভিযান পরিচালনা করে ১৯ বিজিবি’র জৈন্তাপুর (রাজবাড়ী) ক্যাম্পের টহল দল। এসময় তারা ভারতীয় ২০টি বড় সাইজের হরিয়ানা (পাঠা) ছাগল জব্দ করে।
এদিকে চোরাকারবারী সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ছাগল ফেলে ভারত সীমান্তে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ২০টি হারিয়ানা জাতের (পাঠা) ছাগল ক্যাম্পে নিয়ে আসে। এক একটি ছাগলের ওজন কমপক্ষে ৬০/৭০ কেজি হবে মর্মে ধারণা করা হচ্ছে। প্রতিটি পাঠার বাজার মূল্য কমপক্ষে ৭০ হাজার টাকা হতে পারে। ইতোপূর্বে সিলেট জেলার অন্য কোন সীমান্তে ভারতীয় ছাগলের চালান জব্দ হয়নি, গরু-মহিষের পর এটাই প্রথম ছাগলের চালান জব্দ করে বিজিবি।
জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার তৌহিদুল ইসলাম এর নিকট জানতে চাইলে ছাগল জব্দের বিষয় নিশ্চিত করেন। সংশ্লিষ্ট তথ্য জানতে উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শদেন।