ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

জৈন্তাপুর, কানাইঘাট ও বিশ্বম্ভরপুরে বজ্রপাতে নিহত ৫

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বজ্রপাতে সিলেট জেলার জৈন্তাপুরে ২ জন, কানাইঘাটে ২ জন ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে ১ জন নিহত হয়েছেন। শনিবার এসব ঘটনা ঘটে।
 সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার নয়াগ্রাম আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৭) ও ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)। এর মধ্যে আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। এসময় দুপর সাড়ে ১২টার দিকে বজ্রাঘাতে মাঠেই তিনি মৃত্যুবরণ করেন।
অপরদিকে, নাহিদ বাড়ির পাশেই একটি স্থানে দাঁড়িয়ে ছিলেন। এসময় বজ্রপাত তার উপরে পড়লে তিনিও ঘটনাস্থলে মারা যান।
 সিলেটের কানাইঘাট উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে একজন কালা মিয়া (৩০)। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। অপরজন পৌরসভার বাসিন্দা বলে জানা গেলেও পুরো নাম পরিচয় জানা যায়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনও পাইনি।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দ্বীন ইসলাম চরপাড়া গ্রামের মৃত সুলুতু মিয়ার ছেলে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, দ্বীন ইসলাম বাড়ির অদুরে একটা জমির পাশে মাঠে ধৈনচা (পাট শাক), মরিচ, লাকড়ি শুকাতে দেন। হঠাৎ করে বৃষ্টি পড়তে দেখে তিনি শুকাতে দেওয়া ধৈনচা ও মরিচ গোছানোর জন্য গেলে বজ্রপাতে মারা যান তিনি।
বজ্রপাতে কৃষক মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাওসার আলম।