ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

জয়পুরহাটে জাল নোট তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার ২

এম রাসেল আহমদ , জয়পুরহাট : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৯:৪৬:০০ অপরাহ্ন | রাজশাহী
জয়পুরহাট সদরের বর্মণপাড়া এলাকা থেকে জাল নোট তৈরি চক্রের দুই সদস্যকে জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় তাদের কাছ থেকে নগত ২৯০০ টাকা ৩৫,৯০০ জাল নোট উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জয়পুরহাট সদরের বর্মণপাড়া এলাকা থেকে (১অক্টোবর) সকালে জাল নোট ছাপানো চক্রের মূলহোতা আরাফাত (২০) ও তার সহযোগী আহসান (১৬) কে জাল নোট, নগদ টাকা ও জাল নোট ছাপানো বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার সহ গ্রেফতার করেছে র‌্যাব-৫।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, কালাই পৌরসভার মূলগ্রামের
আনিছুর রহমানের ছেলে ও নওগাঁ জেলার
ধামুইরহাট থানার রাঙ্গামাটি গ্রামের আহসান উল্লাহ রিয়াদ৷
 
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আরাফাত ও আহসান উভয়েই দীর্ঘ দিন ধরে জাল নোট তৈরী ও বিপণন ব্যবসার সাথে জড়িত। তারা আসন্ন শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষ্যে জাল নোট তৈরি করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে আসল টাকা হিসেবে চালিয়ে দিত বলে প্রকাশ্যে স্বীকার করে। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিপণন করত বলে জানা যায়। অভিযুক্ত আসামীদ্বয় দীর্ঘদিন থেকে জাল নোট তৈরি করে জয়পুরহাট সদর ও আশেপাশের এলাকায় জাল নোট সিন্ডিকেটের মাধ্যমে বিতরণ করে আসছিল।
 
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।