ঢাকা, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

ঝিনাইদহের শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হলেন সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জুন ২০২৪ ০৭:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হলেন সদর উপজেলা কৃষি অফিসার ও যশোর জেলার কৃতি সন্তান কৃষিবিদ নূর-এ-নবী। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মে-২৪ এর মাসিক স্টাফ রিভিউ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।।  নূর-এ-নবী ২০২৩ সালের ২ এপ্রিল সদর উপজেলা কৃষি অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সদর উপজেলায় কৃষিতে কৃষকদের বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন। কৃষি খাতে উত্তম কৃষি চর্চা গ্রাম, পুষ্টি গ্রাম, নিরাপদ ফসল উৎপাদনসহ কৃষিতে ব্যতিক্রমী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেন। এছাড়াও কৃষিতে বিপ্লব ঘটানোর পাশাপাশি বিশেষ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়েছে। কৃষিবিদের এই সফলতায় জেলার কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষানী , উদ্যোক্তাসহ নানা শ্রেনী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।