বিএনপি ও সমমনা দলের ডাকা ৭২ ঘন্টা অবরোধে ঝিনাইদহে তেমন প্রভাব পড়েনি। বৃহস্পতিবার সকালে শুধুমাত্র স্থানীয় ও দুরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকলেও বিকাল থেকে ঢাকার উদ্দের্শে জেলা শহর থেকে গণপরিবহন ছেড়ে জেতে দেকা গেছে। এছাড়া স্বাভাবিক রয়েছে জনজীবন। সকাল থেকে জেলা ও উপজেলা শহরে দোকান-পাট, ব্যবসায় প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মেই চলতে দেখা গেছে। অল্প দুরত্বে মাহেন্দ্র. সিএনজি, ইজিবাইকে চলাচল করছে যাত্রীরা।
এদিকে অবরোধ কর্মসূচী দিয়ে মাঠে নেই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত জেলার কোথাও তাদের বিক্ষোভ বা পিকেটিং করার খবর পাওয়া যায়নি।