ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহে একসঙ্গে ৩ সন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৮:০০ অপরাহ্ন | জাতীয়
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সীমা নামের এক নারী। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিজারের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। এরমধ্যে একটি ছেলে ও দুটি কন্যা সন্তান রয়েছে। তবে তিনটি সন্তান জন্মের পর দুশ্চিন্তায় পড়েছে বাবা আরমান হোসেন ও তার পরিবার। তারা উপজেলার বাদেডিহি এলাকার বেঁদেপল্লীর বাসিন্দা।
 
স্বজনরা জানান, শুক্রবার সকালে প্রসব বেদনা উঠলে সীমা খাতুনকে উপজেলার বারবাজার এলাকার নিউ গরীবশাহ ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসক তার রিপোর্ট দেখে সিজার করার সিদ্ধান্ত নেন। দুপুরের দিকে পরিবারের সম্মতিতে সিজার করেন ডা. সাফিয়া আফরিন। সফল অপারেশনের মাধ্যমে একে এক তিনটি সন্তানের জন্ম হয়। তারা বেদে সম্প্রদায়ের মানুষ। 
 
তবে তিন সন্তান ও স্ত্রীর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আরমান হোসেন। তার কোনো সামর্থ্য নেই। তিনি সন্তানদের জন্য দুধ পর্যন্ত কিনতে পারছেন না। সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। তার তিন সন্তানের এখনও নাম রাখা হয়নি। 
 
চিকিৎসক সাফিয়া আফরিন জানান, শুক্রবার দুপুরে সিজারের মাধ্যমে আরমান-সীমা দম্পতির ঘরে তিন সন্তান এসেছে। তিন নবজাতক ও তাদের মা বর্তমানে সুস্থ আছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর শিশু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।