ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৭ এপ্রিল ২০২৩ ০৯:১৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 
 
ঝিনাইদহের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে আজিম আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মালীয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত আজিম হোসেন আলী ওই গ্রামের রমজান আলীর ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।
 
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে বেথুলী গ্রামের ইসরাইল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল তার আপন ভাই রমজান আলীর। এরই রেশ ধরে রোববার রাত ৮টার দিকে আজিম আলীকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করে ইসরাইল হোসেনের ছেলে মেহেদী হোসেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
নিহতের স্ত্রী শাবনুর খাতুন জানান, তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের একটি ছোট শিশুসন্তান রয়েছে। তিনি তার স্বামী হত্যার বিচার চান। 
 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, নিহত আজিম আলীর পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 
 
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।