ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াত নেতা ও কোটচাঁদপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন।
মুয়াবিয়া হোসেন কোটচাঁদপুর উপজেলা পৌর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং জামায়াতের সেক্রেটারি।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পৌরসভার সলেমানপুর এলাকা থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলার ২টি ধারায় ১০ ও ৭ বছর করে কারাদণ্ডাদেশ প্রদাণ করে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলায় ২টি ধারায় সাজা হয়েছে। সাজা যুগপৎ ভাবে চলবে। এই মামলায় যদি সে আগে হাজতবাস করে তাহলে রায় থেকে সেই সময় বাদ যাবে। আসামিকে সাজা পরোয়ানা মুলে জেল হাজতে পাঠানো হয়েছে।