ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৫ নভেম্বর ২০২৩ ০২:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরাফাত হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফয়লা মিশনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আরাফাত উপজেলা বলিদাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।
 
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে মোটরসাইকেল যোগে বাসের ড্রাইভারকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আরাফাত হোসেন। পথে কালীগঞ্জ-কোলা সড়কের ফয়লা মিশনপাড়া নামক স্থানে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আঘাত লেগে গুরুতর আহত হন আরাফাত। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এই সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।