ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন যুবলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কালা বাসস্টান্ডের বিশ^াস মার্কেটে এ অফিস উদ্বোধন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি। সেসময় উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের সাবেক অহবায়ক ও জেলা যুবলীগের সদস্য শাহ মোঃ ইব্রাহীম খলিল রাজা, সংসদ সদস্যের পিএস রওশন আলী, রোকনুজ্জামান রিপন,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী অনু, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস, দোগাছি পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মুনির হোসেন মুকুল, পদ্মাকর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজিবুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক কারিম হোসেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান।