ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিকদের পেশাগত সংগঠন বাংলাদেশে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার শেখপাড়া বাজারে মাস্টার ফুডে বাংলাদেশ প্রেসক্লাবে শৈলকুপা শাখার উদ্যোগ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শৈলকুপা উপজেলার সভাপতি রাজিবুল ইসলাম রাজিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা এ্যাড. মোস্তাফিজুর রহমান সোহেল, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়ার সহ-সভাপতি মুন্সি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম লাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়ামিন হোসেন, নির্বাহী সদস্য আল-আমীন হোসেন, রুবাইয়েত হাসান, সহ-সভাপতি আক্তারুজ্জামান জাসেব, যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল আলম , এস এম সিহাব রানাসহ অনন্য সদস্যরা।
এসময় উপস্থিত বাংলাদেশ প্রেসক্লাব শৈলকুপা উপজেলা উপদেষ্টা অ্যাড. মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, পবিত্র মাসে সকলে এক হওয়ার জন্যই এ আয়োজন। এটার মাধ্যমে আমাদের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে।