ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হামিরহাটি গ্রামে ৬ বছরের এক কণ্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক স্কুলছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। রাতে ওই শিশুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতিতা শিশুর স্বজনরা জানায়, ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আমিরুল ইসলামের ৬ষ্ট শ্রেণীতে পড়–য়া ছেলে সিয়াম (১৩) বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে খেলার কথা বলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে সিয়াম। বিষয়টি টের পেয়ে সিয়ামের পরিবারের সদস্যরা কাউকে না বলার জন্য শিশুটিকে ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা টের পেয়ে রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
নির্যাতিতার মা বলেন, আমার ছোট শিশুটিতে এভাবে নির্যাতন করা হয়েছে। আবার যেন কাউকে না বলে সেজন্য সিয়ামের মা ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আমার মেয়ে হাটতে পারছিলো না। পরে আমাকে সব খুলে বলে। জানাজানি হওয়ার পর সিয়ামকে নিয়ে তার বাড়ির লোকজন পালিয়েছে। আমি আমার মেয়ে নির্যাতনের বিচার চাই।
শিশুটির ভাই বলেন, আমার বোনটিকে ধর্ষণ করা হলো। সিয়ামের বয়স যাই হোক না কেন আমি ওর শাস্তি দাবী করছি। সেই সাথে ওর পরিবারের লোকজন যারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরও শাস্তি দাবী করছি।
এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ বলেন, ঘটনাটি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।