![](https://dainikbayanno.com/storage/image-727333-1696942918.jpg)
সচিবালয়ে অবৈধ প্রবেশের দায়ে বৃহস্পতিবার ২ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন রিয়াজ স্বপন ও জলিল মন্ডল। সচিবালয়ের নিরাপত্তা কর্মকর্তা রায়হান আবু সিদ্দিক জানান, রিয়াজ স্বপনের নামে ইস্যু করা আ্যক্রেকেডিটেশন কার্ড জলিল মন্ডল সচিবালয়ে প্রবেশ করে। এই ঘটনায় ২ নিরাপত্তা কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়েছে। আটককৃদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।