গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১ ফেব্রুয়ারি) আছরের নামাজের পর ৬৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান। বিকেলে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এসব বিয়ে হয়।
বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসর নামাজের পর ভারতের মাওলানা যোহাইরুল হাসান বিয়ে পড়ান। বিয়ের আগে খুতবা প্রদান করা হয়। এসময় বর- কনের অভিভাবক ও বররা উপস্থিতি ছিলেন। বিয়ে শেষে খেজুর বিতরণ এবং দোয়া করা হয়।
বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আজ ৬৩টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমি- এর নিয়ম অনুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। এজন্য আগে থেকেই বর- কনের নাম নিবন্ধন করা হয়।
আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। পরে বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশে উপস্থিত মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর ছিটিয়ে দেওয়া হয়।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ