গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদাবাজি, মাদক, মারামারি,দস্যুতাসহ মোট ছয়টি মামলার আসামিকে তাহিন শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন উপজেলার বর্নি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক তাহিন শেখ (২৯) উপজেলার গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে।
এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, আটক তাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, মারামারি, দস্যুতাসহ টুঙ্গিপাড়া থানায় মোট ছয়টি মামলা রয়েছে। তার মধ্যে ৫ টিতে চার্জশিট ভুক্ত ও দুইটি জিয়ার মুলতবি ওয়ারেন্ট ভুক্ত আসামি সে। সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময়ে তাকে আটক করা হয়।
ওসি কামরুজ্জামান আরও জানান, মঙ্গলবার সকালে আটক তাহিন শেখকে গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।