ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সংর্ঘষে একজনের মৃত্যু, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৪ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৪:০০ অপরাহ্ন | জাতীয়
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামীলীগের দু'পক্ষের সংর্ঘষে চিকিৎসাধীন অবস্থায় আহত শাকিল আহম্মেদ (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। 
 
রোববার (০৪ সেপ্টেম্বর) ভোর রাত ৫টার সময় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাকিলের।
 
মৃত শাকিল আহম্মেদ ভানোর ইউনিয়ন মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের মৃত সামশুল আলমের ছেলে এবং স্থানীয় যুবলীগ নেতা সাঈদ আলমের ভাই।
 
এ ঘটনায় শনিবার রাতেই ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ ২০ জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ আলম। মামলার পর থেকেই ইউপি চেয়ারম্যানসহ সকল আসামীরা পলাতক রয়েছে।
 
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (০২ সেপ্টেম্বর) হলদিবাড়ী জামে মসজিদের ইমাম মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে অসম্মান করে কথা বললে প্রতিবাদ জানায় যুবলীগ নেতা সাঈদ আলম ও মুসল্লিরা। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। রাতেই ৪ জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেন যুবলীগ নেতা।
 
মামলা খবর জানতে পেরে চেয়ারম্যানের লোকজন আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল বেলা সাঈদ আলম ইউনিয়ন ভুমি অফিসের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে মারপিট করে। এরপরে তাকে বাঁচাতে তার ভাই শাকিল আহম্মেদ সহ পরিবারের লোকজন ছুটে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে যুবলীগ নেতা সাঈদ আলম ও শাকিল আহম্মেদ গুরুতর আহত হয়। আহতদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শাকিলের স্বাস্থ্যের অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেলে রেফার্ড করা হয়।
 
পরে রোববার ভোর রাত ৫টার সময় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার । এ ঘটনায় ভানোর ইউপি চেয়ারম্যানসহ ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
 
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, ইউপি চেয়ারম্যানসহ ২০ জনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।