ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ০৬:১৩:০০ অপরাহ্ন | দেশের খবর

নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন বিচারক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শাজাহান আলী এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন-কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের খলিল ফকির ও মারুফ ফকির। এর মধ্যে খলিল আদালতে উপস্থিত ছিলেন। আরেকজন পলাতক আছেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০২ সালে ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্রের কোপে নিহত হন। এ ঘটনায় ১৪জনকে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের হয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন এবং অন্য আসামিদের বেকসুর খালাস দেন। 

 

বায়ান্ন/এসএ