শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদপ্রার্থী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পরিকল্পনা মন্ত্রী, এম এ মান্নান এমপির পুত্র অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি'র নির্বাচনী প্রচারণার জন্য বৃহত্তর ডুংরিয়া গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায়, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে, গ্রামের প্রবীন মুরব্বি কটু মিয়ার সভাপতিত্বে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমেদের পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পরিকল্পনা মন্ত্রী, এম এ মান্নান এমপি।
এম এ মান্নান প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমি এই গ্রামে জন্ম নিয়েছিলাম, আপনারা আমাকে এমপি বানিয়েছেন বলেই মন্ত্রী হতে পেরেছি। এই সুনামগঞ্জে ব্যাপক উন্নয়ন শেখ হাসিনার কাছ থেকে নিয়ে এসেছি। আমার বয়স হয়েছে, আগামীতে আমি নির্বাচনে অংশ নিতে পারব না। আমার ছেলেকে আপনাদের হাতে আজ তুলে দিলাম। তাকে যদি আপনারা সেই ভালবাসা দিয়ে আপনাদের পাশে রাখেন, তাহলে আরও অনেক উন্নয়ন হবে। তাকে এই নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন, তাহকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই শেখ হাসিনা বিবেচনা করবেন। আমার ছেলে আপনাদের আমানতের খেয়ানত করবে না। আমি বয়স্ক মানুষ ছিলাম, ঢাকায় অনেক সময় দিয়েছি, এলাকার প্রতি তেমন খেয়াল রাখতে পারিনি। অনেক ভুলভ্রান্তি হয়েছে আমার। আমার ছেলে আপনাদের নিয়ে সব সময় মতামতের ভিত্তিতে উন্নয়ন বন্টন করবে সেই আশ্বাস দিয়ে যাচ্ছি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন, সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম জহির, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রিপন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, এম এ মান্নান এমপি সাবেক রাজনৈতিক সচিব ইকবাল হোসেন, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা সৈনিক লীগের সভাপতি বিজয় দাস, গ্রামের সালিশ ব্যক্তিত্ব পল্টু মিয়া, আব্দুস সুবহান, সাবেক মেম্বার আব্দুল ওদুদ, শাহজালাল মহা বিদ্যালয়ের সহকারী অধ্যাপক এনামুল কবির, ডুংরিয়া ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন, দলিল লিখক আবুল লেইছ, ডুংরিয়া বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত সহ প্রমূখ।
সভায় কোরআন তেলাওয়াত করেন, হাফিজ আব্দুর রশিদ।