ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ হাইকোর্টের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৩:০০ অপরাহ্ন | জাতীয়

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) রাজনৈতিক দল হিসেবে এক মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে হাইকোর্টের এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। 

এর আগে ২০২৩ সালের ২৫ মে দলটির চেয়ারম্যান হাইকোর্টে রিট করেন। সেই রিটে ২৩ জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি)এক মাসের মধ্যে নিবন্ধন দিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট। 

জানা যায়, ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে নথিসহ আবেদনপত্র জমা দেন। তখন তাদের বিরুদ্ধে জামায়ত সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ওই সময় দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

বায়ান্ন/এমএমএল/একে