ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেনকে নানা অভিযোগ থাকায় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. ইব্রাহিক হোসেনকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সজীব আহমেদ উক্ত পদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়।