ঢাকা, বুধবার ২২ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১

তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবিদের চিকিৎসা প্রদান

রিয়াদ হাসান | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ০৪:০০:০০ অপরাহ্ন | রাজনীতি

চব্বিশের ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে মারাত্মক আহত মো: আনোয়ারুল আজিম ও সুমন হাওলাদারের চিকিৎসা সেবা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’।  

সোমবার (২০ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিকিৎসা সেবা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র ডাক্তার ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন শাহ মুহাম্মদ আমান উল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান প্রমুখ।

আহত আনোয়ারুল আজিম ৪ আগস্ট রামপুরা ও গাড়ির ড্রাইভার সুমন হাওলাদার ১৯ জুলাই রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনে আরো উন্নত চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের আহতদের আশ্বস্ত করা হয়।

 

বায়ান্ন/এসএ