ঢাকা, বুধবার ২২ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে গাঁজার চাষ, ধ্বংস করল সেনাবাহিনী

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি | প্রকাশের সময় : বুধবার ২২ জানুয়ারী ২০২৫ ১২:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

খাগড়াছড়ির গুইমারায় গহীন অরণ্যে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের ও গুইমারা থানা পুলিশের সদস্যরা তিন্দুকছড়ি এলাকায়  অভিযান চালিয়ে এসব গাঁজা খেত ধ্বংস করা হয়।

সূত্র জানায়, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সদস্যরা তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ গাঁজা চাষ করে আসছে। প্রশাসন ও সাধারণ মানুষের লোক চক্ষু অন্তরালে এ মরন নেশার চাষ করে তরুন ও যুবসমাজকে মৃত্যুর দারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। পার্বত্য অঞ্চল থেকে মাদক চিরতরে নির্মূলে বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজি’র নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করে এ গাজাক্ষেত ধ্বংস করা হয়।

ধ্বংস করা এ গাজার বর্তমান বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানা যায়।

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজি জানান, পাহাড়ে অবৈধ মাদকদ্রব্য, চোরাচালান,অবৈধ সকল কর্মকান্ড রোধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

 

বায়ান্ন/এসএ