২০১৮ সালের কোটা সংস্কার রিটকারীদের নেতা সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, জুলাই বিপ্লব ঘোষণাপত্রে ও পাঠ্যপুস্তকে কোটা সংস্কার আন্দোলনের কথা থাকতে হবে। জুলাই বিপ্লবের পটভূমিতে ও কোটা সংস্কার আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাতে সাড়া জাগানো ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে হাইকোর্টে দায়েরকৃত ঐতিহাসিক রিটের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে হবে।
তিনি সোমবার বিকেলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)র চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসানের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, জুলাই বিপ্লব ঘোষণাপত্রে আন্দোলনে অংশগ্রহণকারী সকল পক্ষকে সম্পৃক্ত করলে ভালো হয়। তিনি বলেন, আমরা ১৯৭১ পরবর্তী ইতিহাস লিখলে কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার রিটের কথা অবশ্যই আসবে। কেননা, জুলাই বিপ্লবের পটভূমিতে মুখ্য ভূমিকা রেখেছে কোটা সংস্কার আন্দোলন।
উল্লেখ্য, ৫৬% কোটার কারণে বিসিএসে বঞ্চিত হয়ে ২০১৮ সালের ৩১ জানুয়ারি মোহাম্মদ আবদুল অদুদের নেতৃত্বে হাইকোর্টে রিট দায়ের করেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মো. দিদারুল আলম ও ঢাবির সাবেক শিক্ষার্থী আনিসুর রহমান মীর। আইনজীবী ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট এডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া। রিট দায়েরের পূর্বাপর সেই সময়ে আমাদের অর্থনীতিতে শতাধিক রিপোর্ট করে কোটা সংস্কার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি করেন পত্রিকাটির সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ।
বায়ান্ন/এসএ