ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাইতলা গ্রামের আলামিন মিয়া সেলুনে কাজ করা অবস্থায় গত ৫ই জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা যাত্রাবাড়ীতে নিজ কর্মস্থলে একটি ছোট্ট শিশুকে বাচাতে গিয়ে মোঃ আলামিন নিজেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। এরপর থেকে তাহার উন্নত চিকিৎসা ও তার চার সন্তানসহ পরিবারকে বাঁচাতে বিভিন্ন মানুষের দারস্থ হতে হয় তাকে। বিষয়টি অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সিটিএল) এর সভাপতি আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান জানতে পেরে দ্রুত আলামিন মিয়ার সাথে যোগাযোগ করে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অগ্রভাগিয় সাহিত্য সংগঠন এর পক্ষ থেকে মোঃ আলামিনের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান করেন।
অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সিটিএল) ২০০০ সাল থেকে মানুষের সহযোগিতা করে আসছে। তারা কসবাসহ সারা ব্রাহ্মণবাড়িয়া জুড়ে তাদের এই মহৎ কাজ চালিয়ে যাচ্ছে। তারই প্রেক্ষাপটে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এর ২০২ তম কাজ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাইতলা গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অসুস্থ আলামিন মিয়া কে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সিটিএল) এর সভাপতি আশফাতুল হোসেন ভূইয়া এলমান, মূলগ্রাম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এনামুল হক, মূলগ্রাম ইউনিয়ন জামাতের সভাপতি আবু হানিফ, তরুনা মানবসেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম হাসান মাহমুদ, তারিক আজিজ চৌধুরী, রেজাউল করিম, মো সুমন, ওমর ফারুক, মোঃ সোহাগসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ