ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

তিতাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও সতর্কতা

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ০৭:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর

তিতাসে দ্রব্যমূল্যের লাগাম টানতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকালে কড়িকান্দি বাজারে এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান। বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের সঠিক মূল্য নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।

অভিযানের সময় বেশ কিছু দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নিয়ম ভঙ্গ, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে এমন কিছু ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন সবজি, মাছ, মাংস, এবং ডিমের সঠিক মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান বলেন, “ভোক্তাদের সঠিক দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার নিশ্চয়তা দিতে আমরা নিয়মিত বাজার মনিটরিং চালিয়ে যাবো।”

এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।