ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

তিন দিনের অবরোধে কোন প্রভাব নেই বরিশালে জনজীবন ছিল সাভাবিক সীমিত আকারে চলেছে লঞ্চ-বাস

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ নভেম্বর ২০২৩ ০৭:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

বরিশালে জামায়াত - বিএনপির ডাকা অবরোধে গত ৩দিন বিভাগীয় শহর বরিশালে জনজীবন ছিল স্বাভাবিক সিমিত আকারে চলাচল করেছে লঞ্চ ও বাস।   

নগরী ঘুরে দেখা গেছে, ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে ছেড়েগেছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল কম। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যান চলাচল ছিল স্বাভাবিক। বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম চলেছে অন্য দিনের মতোই তবে সড়কে সতর্ক অবস্থায় ছিল পুলিশ। কাউকে সন্দেহ হলেই করা হয়েছে তল্লাশি।

এ প্রসঙ্গে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিএনপির ডাকা তিন দিনব্যাপী অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরী জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছে।

বিএনপি ও জামায়াতের  তিন দিনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনসহ অন্তত ১৫ জন নেতা-কর্মী আটক হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। অবরোধের দ্বিতীয় দিন বুধবার সিঅ্যান্ডবি রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয় । বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নগর বিএনপির দপ্তর সূত্রে জানাযায় মহানগর বিএনপি সিঅ্যান্ডবি রোডের তাওয়া রেস্তোরাঁ থেকে মিছিল বের করার চেষ্টা করলে ১১ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাযায়।