রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃত একজন মোঃ শরিফ (৩৪), অন্যজন মোঃ নাজমুল হোসেন (৩০)। এসময় চোরাইকৃত ১টি পিকআপ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মহানগরীর একটি গাড়ি চোরচক্র দীর্ঘদিন যাবৎ গাড়ি চুরি করে গাড়ীর মালিকদের নিকট হতে মোটা অংকের টাকা দাবী করত। অন্যথায় গাড়ীর প্রয়োজনীয় যন্ত্রাংশ অবৈধভাবে খুচরা মূল্য বিক্রয় করে দিত।
একজন ভুক্তভোগী তাঁর গাড়ী চুরি যাওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করলে র্যাব-৪ অভিযোগটি আমলে নিয়ে ছায়াতদন্ত করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা মহানগরীর তুরাগ থানার বাউনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চারাইকৃত ১টি পিকআপসহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের ২ জনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ গাড়ী চোরাই চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। এ চক্রের আরও অনেক সদস্য পলাতক রয়েছে। যাদের গ্রেফতারে র্যাবের অভিযানিক দল তৎপর রয়েছে।