![](https://dainikbayanno.com/storage/img-20250212-140431.jpg)
দিনাজপুর জেলার নতুন পুলিশ সুপার হলেন মো. মারুফাত হুসাইন। তিনি এর আগে নাটোর জেলার পুলিশ সুপার ছিলেন। জানা গেছে, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মোঃ মারুফাত হুসাইন জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন।
গত ৩০ ডিসেম্বর ২০২৪ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
এদিকে দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসানকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি দেয়া হয়েছে। গত মঙ্গলবার দিনাজপুর জেলায় তার শেষ কার্য দিবস ছিল।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
বায়ান্ন/এসএ