ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

দিনাজপুর সদর নির্মান মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের অবৈধ কমিটি বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ এবং সংবাদ সম্মেলন

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর : | প্রকাশের সময় : রবিবার ২৪ জুলাই ২০২২ ০৩:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুর সদর উপজেলা নির্মান মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের অবৈধ কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রোববার সকালে দিনাজপুর প্রেসক্লাবের হল রুমে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মান মিস্ত্রী শ্রমিকেরা। এ সময় শ্রমিকরা অভিযোগ করেন, গত ২৪ মার্চ সবার অগচরে অবৈধ ভাবে দিনাজপুর সদর মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য দাবি জানান তারা। এছাড়াও একটি লিখিত বক্তব্যে এই কমিটির বিভিন্ন অনিয়ম তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলন শেষে দিনাজপুর প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হাতে একটি স্মরকলিপি তুলে দেন তারা। বিক্ষোভ মিছিলে সদর উপজেলা নির্মান মিস্ত্রী শ্রমিক ইউনিয়নে অবৈধ কমিটি বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে সংগ্রাম কমিটির আবহ্বায়ক শেখ নাসিম উদ্দিন, যুগ্ন আহ্বায়ক মমতাজ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম নুরসহ পাঁচ শতাধিক নির্মান মিস্ত্রী শ্রমিক উপস্থিত ছিলেন।