ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

দেবীদ্বারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষ টাকার মাছ নিধন

মমিনুল ইসলাম মোল্লা, মুরাদনগর | প্রকাশের সময় : সোমবার ১০ এপ্রিল ২০২৩ ০৩:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর
 
কুমিল্লার দেবীদ্বারে এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের ভ‚ইয়া বাড়ির পুকুরে।
 
জানা যায়, ধলাহাস গ্রামের তমিজ উদ্দিন ভূইয়ার ছেলে আবুল কালাম ভ‚ইয়া একজন মৎস্যচাষী, প্রায় ২০-২৫ বছর ধরে তিনি মৎস্য চাষ করে আসছেন। আবুল কালাম ভ‚ইয়ার নিজ বাড়ির ৬০ শতক একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। কিন্তু দূর্বৃত্তরা সোমবার (১০ এপ্রিল) ভোরে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির সকল মাছ মারা যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।  
 
মৎস্যচাষী আবুল কালাম ভ‚ঁইয়া বলেন, আমি আমার বাড়ির পুকুরে নিয়মিত মাছ চাষ করে আসছি, কারো সাথে আমার কোন দ্ব›দ্ব ও বিরোধ নেই। সন্ধ্যায় ইফতারের পর পুকুর পাড়ে যেয়ে মাছের টুপুর টাপুর আওয়াজে মন ভরে উঠল কিন্তু সকালে পুকুর পাড়ে যেয়ে পুকুরে মৃত: মাছের দৃশ্যে আমার বুক ফাটা কান্না এলো। অজ্ঞাত শত্রæদের বিষে আমার ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হল।
 
প্রতিবেশি জাকির হোসেন ও রশিদ ড্রাইভার বলেন, কালাম ভাই মাছচাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা নির্জন পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা সব মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 
 
এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ওই মৎস্যচাষী থানায় অভিযোগ দিয়েছেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।