নওগাঁ শহরের দুটি বাসায় দুধর্ষ ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের চিহ্নিত ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযান চালিয়ে ভোরে সাভারের আশুলিয়া থেকে ডাকাত দলের প্রধান মাহবুব মন্ডলকে আটক করা হয়। এবং তার দেয়া তথ্যের ভিত্ততে নাটোরের শিংড়া থেকে অন্যদের আটক করে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রিং-এ অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গেল ১৮ ও ২৯ সেপ্টম্বর রাতে নওগাঁ শহরের কালিতলা ও বাঙ্গাবাড়িয়া মহল্লায় পৃথক দুটি বাসায় দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয় যায়।
এসব ঘটনায় থানায় মামলা হলে পুলিশ আসামি গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযানে শুরু করে। অভিযানের নেতৃত্বদেন নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন।
গ্রেফতারের পর আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারে আসামিদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড আবেদন করবে পুলিশ।