টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) নাগরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. আতিকুল ইসলাম খান (নেলসন) এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা এস এম আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলা যুবলীগের নেতৃত্বে সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দ র্যালি নিয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, এবং পরবর্তীতে কেককাটা'র মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উক্ত আলোচনা সভা ও আনন্দ র্যালিতে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ.লীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি'র সদস্য ও টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব, নাগরপুর উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহিন, মীর মুশফিক হোসেন শৈবাল, সদস্য রাম প্রসাদ সাহা, নুর আলম, আরিফ, নূর মোহাম্মদ, মামুদনগর ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি ও চেয়ারম্যান মো. জজ কামাল সহ উপজেলা যুবলীগ অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।