টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি-জামায়াতের ৩ দিনের দেশব্যাপী ডাকা অবরোধের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা আ.লীগ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী'র নেতৃত্বে আ.লীগ, ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে'র সামনে এসে মিলিত হয়ে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন, বিএনপি জামায়াতের সমন্বিত দেশ ব্যাপী ডাকা অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা নাগরপুর উপজেলা আ.লীগ প্রস্তুত। এই বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে যে অগ্নি, সন্ত্রাস, জালাও পোড়াও, মানুষ হত্যার মধ্য দিয়ে দেশের মানুষের মনে এক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির করতে চাচ্ছে কিন্তু আমরা তা কখনও হতে দিবো না। যে পর্যন্ত বিএনপি জামায়াত এই হরতাল অবরোধ প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইবে সে পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো।
এসময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি, বাবু গোপাল চন্দ্র সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ভিপি জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: খালিদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: শাহজাহান সিরাজ পান্না, কোষাধক্ষ বাবু দিলীপ কুমার সাহা, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, শহিদুল হক কিরণ, হাবিবুর রহমান হাবিব, মোকনা ইউপি চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম শরিফ, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল সহ উপজেলা আ.লীগ অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।