![](https://dainikbayanno.com/storage/untitled-2-147.jpg)
এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিবাদ্য নিয়ে নাটোরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন অংশ হিসেবে শব্দ দূষনের ক্ষতিকর দিক ও প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট ভবনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলী, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর সাইদুর রহমানসহ পরিবেশ কর্মিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পরিবেশ দূষণ বর্তমানে এক অসহনীয় মাত্রায় পৌঁছেছে। নানাভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের অন্যতম কারণগুলির মধ্যে শব্দদূষণ একটি। বর্তমানে ঢাকা শহরের শব্দদূষণ যে পর্যায়ে অবস্থান করছে তা খুবই আশংকাজনক। সেটা সমস্যা মনে হলেও আমাদের অসচেতনতার কারণে আমরা প্রায়শ বলে থাকি এটার নিরসন সম্ভব নয়। কিন্তু এ সমস্যাগুলো মানুষেরই তৈরি। আমরা একটু সচেতনতা অবলম্বন করলেই এ সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। মানুষের তৈরি এমন একটি নিয়ন্ত্রণযোগ্য পরিবেশগত সমস্যা হলো শব্দদূষণ। বাড়িতে, অফিসে, রাস্তাঘাটে এমনকি বিনোদনের সময়ও আমরা বিভিন্নভাবে শব্দদূষণের শিকার হচ্ছি। বিশ্বব্যাপী মানুষ পরিবেশ দূষণ রোধে সোচ্চার। বাংলাদেশেও বর্তমানে পরিবেশ দূষণ রোধের বিষয়টি একটি আলোচিত বিষয়। অনেক ব্যক্তি বেসরকারি সংগঠন পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি তথা পরিবেশ উন্নয়নে কাজ করছে। প্রচার মাধ্যমগুলোকে এ ব্যাপারে আরো এগিয়ে আসতে হবে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ