ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

নিজ মোটরসাইকেলে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ফয়সালের!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ৯ জুন ২০২৩ ০৭:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় টেংরা ছাতির বাজারে আঞ্চলিক সড়কে নিজের মোটরসাইকেল নিয়ে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় ফয়সাল আহমেদ (২৫) নামের একজনের প্রাণ গেল।

ঘটনাটি ঘটেছে আজ (৯জুন) শুক্রবার দুপুর ৩ টার দিকে ।

নিহত যুবক ফয়সাল আহমেদ উপজেলার উত্তর পেলাইদ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি নয়নপুর এলাকার ডিবিএল সিরামিক কারখানায় চাকরি করতেন বলে  তার আত্মীয়রা জানান।

 নিহতের চাচাতো ভাই মোঃ জালাল উদ্দিন বলেন, ফয়সাল ডিবিএল সিরামিক কারখানায় চাকরি করতেন। কারখানা শুক্রবার ছুটি থাকায় এই সুযোগে তিনি তার নিজের মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে অপর এক বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে রওনা করেন। উপজেলার টেংরা এলাকায় তাদের যাওয়ার কথা ছিল। কিন্তু ছাতিরবাজার-টেংরা সড়কের বৃন্দাবন আসার পর পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেল কে সজোরে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। অপরদিকে দুর্ঘটনা ঘটিয়ে প্রাইভেটকারসহ চালক পালিয়ে যান। এই ঘটনায় ফয়সাল আহমেদ ঘটনাস্থলে মারা যান। তার সঙ্গে থাকা অপর বন্ধু চিকিৎসাধীন। তবে আহত ওই বন্ধুর পরিচয় জানা যায়নি।


শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) কবির হোসেন বলেন, দুপুরের দিকে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।প্রাইভেটকারটিকে সনাক্ত করা যায়নি। নিহত যুবকের মৃতদেহ তার  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।