ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে

নীলফামারীতে জেলা জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

স্বপ্না আক্তার, নীলফামারী | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ ০৬:১৩:০০ অপরাহ্ন | দেশের খবর

আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারীতে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের আগমন এবং জেলা কর্মীসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকালে সংগঠনটির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

তিনি বলেন, গত ৫ আগস্ট শ্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এই আন্দোলনে ছাত্র-জনতাসহ সাংবাদিকদের মূল্যবান অবদান রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর দেশের মানুষের মুখপাত্র। বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা সেই চেতনাকে সামনে রেখেই তিনি কথা বলছেন। জাতির মনের কথাগুলোই বলছেন। তিনি আগামীকাল নীলফামারী বড় মাঠে সাধারণ মানুষের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন এবং তাদের কথা শুনবেন।

অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, যদি বিচার করা যায় তাহলে জামায়াতে ইসলাম সবচেয়ে বেশী অত্যাচারিত হয়েছে শ্বৈরাচার শেখ হাসিনার কাছে। তারা আমাদের সংগঠনকে নিষিদ্ধ করেছিলো। কোথাও একসাথে জমায়েত হতে পারতাম না, হলেই নাশকতা মামলা দিয়ে হয়রানী করতো। অনেক নেতা-কর্মীকে হত্যা, গুম করেছিলো। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ যেন আর  শ্বৈরাচারের কবলে না পড়ে, নতুন আয়নাঘরের জন্ম না হয়, হেলমেট বাহিনীর জন্ম না হয়। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারী অধ্যাপক আলতাজুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারী অধ্যাপক সাদের হোসেন, জেলা মানব সম্পদ সেক্রেটারী অধ্যাপক আবুল কাজেমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে